বিনফোসিস এর সৌজন্যে, উইমেন অন্ট্রপ্রিনিয়রস অফ বাংলাদেশ (উইবিডি)-র আয়োজনে রাজধানীর ধানমন্ডি পার্টি সেন্টারে হয়ে গেলো নারী উদ্যোক্তা মিলন মেলা এবং উইবিডির দশমতম এক্সিবিশন। এই আয়োজনের মধ্যে ছিলো উইবিডি মেম্বার্স মিটআপ, দিনব্যাপী এক্সিবিশন, নতুন মেম্বার রেজিষ্ট্রেশন, বিটুবি এর মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সুযোগ, নেটওয়ার্কিং, নলেজ শেয়ারিং, ওপেন ডিসকাশন, লাইভ মিউজিক, মেহেদী উৎসব, ফ্রী ফটোগ্রাফি সহ আরো অনেক কিছু। ২৭শে নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলেছে এই আয়োজন যেখানে নারী উদ্যোক্তা এবং উদ্যোক্তা হতে ইচ্ছুক এমন সকল নারীরা অংশ নিয়েছেন।
উইমেন অন্ট্রপ্রিনিয়রস অফ বাংলাদেশ (উইবিডি)-র দশমতম এক্সিবিশন উপলক্ষে এই আয়োজনে অংশগ্রহণকারী উইবিডির সদস্য নারী উদ্যোক্তাদের সম্পূর্ণ বিনামূল্যে পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এই আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করেছে বিনফোসিস। বিজনেস ও টেকনোলজি সার্ভিস প্রদানকারী কোম্পানি বিনফোসিস বাংলাদেশের বেকার সমস্যা দূরীকরণে এবং এসডিজি অর্জনে ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৩০,০০০ জন উদ্যোক্তা তৈরীর লক্ষ্য নিয়ে কাজ করছে। মূলত উদ্যোক্তাদের সাথে নিয়ে আরো একধাপ এগিয়ে যেতে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য আয়োজিত হয় এই নারী উদ্যোক্তা মিলন মেলা ও এক্সিবিশন এর।